সিঙ্গেল থাকা জীবনের সেরা সিদ্ধান্ত। বিয়ে না করায় তাই কোনও আফসোস নেই বলে জানিয়েছেন বলিউউড কাঁপানো অভিনেত্রী তাবু।
৪৬ বছরের তাবু এখনও অবিবাহিত। নিজের সিঙ্গেলহুড দারুণ এনজয় করেন চাঁদনি বার, চিনি কম, মকবুল ছবির আলোচিত অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে তাবু বলেছেন, একা থাকার সিদ্ধান্ত যে একদম সঠিক তা সব সময় তার মনে হয়।
তিনি বলেন, যেহেতু বিয়ে তিনি কখনও করেননি, তাই বলা সম্ভব নয়, কোন জীবনটা বেশি ভাল। দুই জীবনের অভিজ্ঞতা থাকলেই একমাত্র এ নিয়ে মন্তব্য করা সম্ভব।
বিয়ে না করায় আফসোস হয়? বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন তাবু। তারপর হেসে বলেন, না, কখনওই না।
এক সাক্ষাৎকারে তাবু বলেছেন, একা থাকার সিদ্ধান্ত যে একদম সঠিক তা সব সময় তার মনে হয়।
তিনি বলেন, যেহেতু বিয়ে তিনি কখনও করেননি, তাই বলা সম্ভব নয়, কোন জীবনটা বেশি ভাল। দুই জীবনের অভিজ্ঞতা থাকলেই একমাত্র এ নিয়ে মন্তব্য করা সম্ভব।
বিয়ে না করায় আফসোস হয়? বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন তাবু। তারপর হেসে বলেন, না, কখনওই না।