কাপাসিয়ার বীর উজলী গ্রামে আমতলী বাজারের সাগর হোটেল নামের একটি খাবারের হোটেলে (রেস্তোরাঁয়) শিয়ালের মাংস রান্না করে ভোক্তাদের খাওয়ানো হয়। স্থানীয়দের কাছ থেকে এমন গোপন সংবাদ পেয়ে শনিবার সন্ধ্যায় মোবাইল কোর্ট সেখানে অভিযান চালায়। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাকছুদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে রেস্তোরাঁ মালিক জাহাঙ্গীরসহ কর্মচারীরা রেস্তোরাঁ থেকে পালিয়ে যায়। পরে বিজ্ঞ কোর্ট শিয়ালের মাংস গ্রাহকদের খাওয়ানোর দায়ে রেস্তোরাঁটি সিলগালা করে দেন। তবে এঘটনায় কাউকে আটক করতে পারে নি মোবাইল কোর্ট।
এলাকাবাসী জানায়, শিয়ালের মাংস খেলে মানুষের শরীরের বাত-ব্যথা নিরাময় হয়। এমন ধারণা থেকেই গত কয়েকদিন আগে ফাঁদ পেতে বন্যপ্রাণী একটি শিয়ালকে আটক করে রেস্তোরাঁ মালিক জাহাঙ্গীর। পরে গলাকেটে হত্যা করে ওই শিয়ালের মাংস রান্না করে রেস্তোরাঁর ভোক্তাদের কাছে গরু-খাসি বলে পরিবেশন করা হয়।