বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা আর নেই। বুধবার রাত ৯টা ২০ মিনিটে ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার গভীর রাতে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেন। এর কিছুক্ষণ আগে আবাহনী লিমিটেড আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়ে জানায়। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
তিন যুগের বেশি সময় ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আফজালুর রহমান সিনহা। দেশের অন্যতম বড় ক্লাব আবাহনী লিমিটেডের পরিচালক এবং হকি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সফলভাবে বিপিএল গভর্নিং কাউন্সিলকে নেতৃত্ব দিয়েছেন। ঢাকা ক্লাবের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এছাড়া, নিবেদিতপ্রাণ এই ক্রীড়া সংগঠক একমি গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
আফজালুর রহমান সিনহা দীর্ঘদিন লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে চিকিৎসার পর ভারতের চেন্নাইয়ে তার লিভার ট্রান্সপ্লান্ট করার কথা ছিল। কিন্তু তা আর হয়ে ওঠেনি। তার আগেই তিনি চলে গেছেন না ফেরার দেশে।
নিবেদিতপ্রাণ ক্রীড়াসংগঠকের মৃত্যুতে শোকে আচ্ছন্ন দেশের ক্রীড়াঙ্গন।