নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে বিএনপি-জামায়াতের সমর্থকেরা।
ছাত্রছাত্রীদের আন্দোলনের তৃতীয় দিনে আন্দোলনরত একদল ছাত্র ফার্মগেটে সড়ক অবরোধ ও বাসের লাইসেন্স পরীক্ষা শেষে মিছিল করে কেবলই সার্ক ফোয়ারা মোড়ে সোনারগাঁও হোটেলের সামনে আসছিলো। ঠিক সেই সময়ে হঠাৎ ইউনিফর্ম ছাড়া সাদা টি-শার্ট পরা এক যুবক ইট নিয়ে একটি গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। তড়িঘড়ি করে ছাত্ররা তাকে ধস্তাধস্তি করে আটকায়। খোঁজ নিয়ে জানা যায়, এই ছেলে একসময় শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
ছাত্ররা ভাংচুরকারী যুবককে পাকড়াও করে দূরে দাঁড়ানো পুলিশের কাছে নিয়ে যায় সাধারণ ছাত্ররা। ছাত্ররা বারবার বলিছল, ‘তুই গাড়ি ভাঙলি ক্যান? আমরা কি ভাঙচুরের আন্দোলন করতেছি?’। তারা যুবকটিকে পুলিশের হাতে সোপর্দ করে।
শিক্ষার্থীতের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই বিএনপি-জামায়াতের সমর্থকরা তাদের আন্দোলন ঢুকে গাড়ি ভাংচুর করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু সাধারণ ছাত্ররা আন্দোলনের নামে রাজনীতি করার বিপক্ষে। শুধুমাত্র নিরাপদ সড়ক আন্দোলন করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চায় তারা। কিন্তু ছাত্রদের আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনীতি করে ব্যক্তি ও দলগত স্বার্থ হাসিল করতে উঠেপড়ে লেগেছে বিএনপি-জামায়াত জোট।