আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের সুবিধার্ধে ঢাকা মহানগরীসহ শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে এমনটা জানিয়ে সকল ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার পূর্বে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন-ভাতা, বোনাস ও অন্যন্য ভাতাদি পরিশোধসহ রপ্তানি বাণিজ্যকে সক্রিয় রাখার জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে গড়ে ওঠা তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট সকল শাখা খোলা থাকবে।