গাজীপুরের কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাগরী ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে বাগদী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন পাঞ্জুরা জামে মসজিদের খতিব মুফতি মাও. মো. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
নাগরী ইউনিয়ন আ’লীগ সভাপতি এসএম আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদারের স ালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফেরোজ চুমকি এমপি।
নাগরী ইউনিয়ন আ’লীগ সভাপতি এসএম আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদারের স ালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফেরোজ চুমকি এমপি।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন, অর্থ সম্পাদক শরিফ হোসেন খান কনক, আ’লীগ নেতা শওকত আকবর, নাগরী ইউপির সাবেক চেয়ারম্যান এড, সিরাজ মিয়া, সেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম সিজু, যুগ্ন আহবায়ক মনিরুল আলম, নাগরী ইউনিয়ন যুবলীগ সভাপতি বাদল হোসেন, সম্পাদক স্বপন মিয়া, ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক আতিকুর রহমান, সেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুল্লাহ, সম্পাদক আল-আমিন প্রমূখ।