আগামী ২২ আগস্ট উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদ উপলক্ষে আগামী ২১, ২২ ও ২৩ আগস্ট মোট তিনদিন বন্ধ থাকবে। কিন্তু এর সামনে-পেছনে কয়েকদিন সরকারি ছুটি রয়েছে বিধায় ছুটির আমেজ থাকবে টানা ১১দিন।
১৫ আগস্ট (বুধবার) জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। পরের দিন বৃহস্পতিবার আবার কর্মদিবস। তারপর আবার শুক্র-শনিবার সরকারি ছুটি থাকছে। দুই দিন সরকারি ছুটির পর আবার রোববার ও সোমবার দুই দিন অফিস খোলা থাকবে।
ঈদুল আজহা উপলক্ষে আবার ২১ আগস্ট থেকে ছুটি। মুসলিমদের ধর্মীয় এই উৎসবের কারণে অফিস আদালত ২৩ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এরসাথে আরও যোগ হয়েছে দুদিনের সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক ছুটি কাটিয়ে আবার আগামী ২৬ আগস্ট রোববার পুনরায় শুরু হবে অফিস-আদালত।
মাঝখানের ফাঁকা কর্মদিবসগুলোতে অনেকে আগেই ছুটি নিয়েছেন। আর এতে করে ঈদ উপলক্ষে আগে পরে টানা ১১ দিন ছুটির আমেজ থাকছে সরকারি চাকরিজীবীদের।