ডেস্কঃ গাজীপুরে পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া চার রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়াম এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করে পুলিশ।
গাজীপুর টাউন ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, জেলা শহরের রাজবাড়ি এলাকার জজ কোর্ট রোড মোড়ে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় নাদিম নামে এক যুবককে দু’সন্ত্রাসী পিস্তল ঠেকিয়ে পথরোধ করে। এ সময় নাদিম কৌশলে দৌড়ে পাশে জেলা প্রশাসকের কার্যালয়ের (রাজবাড়ি) গেটে দায়িত্বে থাকা পুলিশকে ঘটনাটি জানায়। পরে পুলিশ ওই দুই সন্ত্রাসীকে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় শহীদ বরকত স্টেডিয়াম এলাকায় গুলি ভর্তি পিস্তলটি ফেলে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে চার গুলিভর্তি ম্যাগজিনসহ পিস্তলটি উদ্ধার করে।