প্রত্যাহার পুনর্বহাল মিলে দুই দফায় টানা চার বছর দায়িত্ব পালন করার পর অবশেষে বহুল আলোচিত পুলিশ সুপার হারুন অর রশিদ বিপিএম, পিপিএম (বার) গাজীপুর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন।
রবিবার সকালে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন বলে জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়।
২০১৪ সালের ২৪ আগস্ট পুলিশ সুপার হিসেবে তিনি গাজীপুরে যোগদান করেছিলেন।
অপরদিকে নতুন পুলিশ সুপার হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন শামসুন্নাহার (পিপিএম)।
এর আগে গত ১ আগস্ট (বুধবার) ২০১৮ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এসপি হারুনসহ পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে আদেশ দেওয়া হয়।
ওই আদেশে এসপি হারুনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারকে গাজীপুরে পদায়ন করা হয়।
সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কার্যক্রম শুরু করার জন্য গাজীপুরে প্রথম পুলিশ কমিশনার হিসেবে ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান যোগদান করেন। ফলে এসপির ক্ষমতার পরিধি কমে যায়।
এছাড়াও সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগে হারুনকে গাজীপুর থেকে সরানোর দাবি তুলেছিল বিএনপি। তবে তাতে সাড়া মেলেনি।
উল্লেখ্য, গাজীপুরের এসপি হারুন অর রশীদ ২০১৪ সালের ২৪ আগস্ট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল এসপি হারুন অর রশীদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল।
নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে হিসেবে পুনর্বহাল করে।
এসপি হারুন আগে ঢাকা মহানগর পুলিশে ছিলেন। তখন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের উপর হামলার ঘটনায় আলোচিত হয়েছিলেন তিনি।