বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিনে গাজীপুর সিটির ৩৮নং ওয়ার্ডের খাইলকুর এলাকায় একটি টিনসেড বিল্ডিং নির্মাণ করে তা ‘বঙ্গবন্ধু হাউজ’ নামে একটি দুঃস্থ পরিবারের মাঝে হস্তান্তর করেছেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম।
খাইলকুর এলাকায় ২ রুম বিশিষ্ট এই বাড়িটি বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বুঝে নেন শাহ আলম নামে স্থানীয় এক দুঃস্থ পরিবার। স্ত্রী, দুই পুত্র ও এক কন্যার সংসারের এই পরিবারটি নতুন বাড়িটি পেয়ে বঙ্গবন্ধুর কন্যাসহ তার পরিবারের জন্য দু’রাকাত নামাজ পড়ে দোয়া করেছেন। আবেগ আপ্লুত পরিবারটি শত শত মানুষের সামনে বাড়িটি পেয়ে আনন্দে দিশেহারা হয়ে পড়েন। গাজীপুরের সাবেক এমপি কাজী মোজাম্মেল হক বাড়িটির হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাজী মোজাম্মেল হক তার বক্তব্যে বলেন, ১৫ই আগস্টের এই দিনে ‘বঙ্গবন্ধু হাউজ’ নামে যুবলীগের এই আয়োজন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।
সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, কাজী কামাল, কাইয়ুম সরকার প্রমুখ।
বাড়িটি পেয়ে শাহ আলম বলেন, বাড়ি করার তার সমর্থ ছিল না। এ সময় স্থানীয় যুবলীগ নেতা এগিয়ে আসেন তার বাড়ি নির্মাণে। তাদের পরিবারকে একটি বাড়ি নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম।
গত চার মাসে ২ রুম বিশিষ্ট টিনসেড বিল্ডিংটি নির্মাণ করে গাজীপুর সিটিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যুবলীগের এই নেতা। বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে আয়োজিত সমাবেশে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ১৭ মার্চ ২০২০ সালের মধ্যে গাজীপুর মহানগরে ১শ’ টি বাড়ি নির্মাণ করে বীরমুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিম, বিধবা ও সুবিধা বঞ্চিতদের জন্য ‘বঙ্গবন্ধু হাউজ’ নামে হস্তান্তর করা হবে।