বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের ধাক্কায় দুই সহপাঠী নিহতের ঘটনায় আজ বুধবার দেশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে গাজীপুরের টঙ্গীতেও বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
সকাল ১০টা থেকেই টঙ্গীর কলেজ গেইট এলাকায় টঙ্গী সরকারি কলেজ,সফিউদ্দিন সরক্রা একাডেমি কলেজ,টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের প্রায় দেড় হাজার শিক্ষার্থীরা মহাসড়কে জড়ো হয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকে।ঘন্টা ব্যাপি শিক্ষার্থীদের এ অবস্থান কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের অনুরোধ জানালে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে পায়ে হেটে উত্তরার হাউজ ব্লিডিং এলাকার দিকে রওনা হয়। এ সময় সড়কের পাশ দিয়ে অনেককে পায়ে হেটে নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।
উল্লেখ্য গত রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০-১৫ জন শিক্ষার্থী। চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল করিম রাজিব।