গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন শহর সমাজসেবা কার্যালয়, টঙ্গী গাজীপুরের অধীনে সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় ২০১৭-১৮ অর্থবছরে বর্ধিত ৩৬৭ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিবন্ধী ভাতা ও ৩৫০ জনকে বয়স্ক ভাতা ১৮ জন বেদে, দলিত, হরিজন ভাতা ও ৮টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান, ২০১৮ অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠ প্রাঙ্গণে সমাজকল্যাণ মন্ত্রণালয় শহর সমাজসেবা কার্যালয় টঙ্গী গাজীপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাহিদ আহসান রাসেল এমপি সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আজমত উল্লা খান সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক মেয়র টঙ্গী পৌরসভা। কেএম জহুরুল আলম নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজীপুর সিটি করপোরেশন। মো. আমির হোসেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় গাজীপুর। মো. আলাল উদ্দিন মিয়া অধ্যক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ। জাফর আহমেদ সহকারী শিক্ষক পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ। মো. মতিউর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক সভাপতি টঙ্গী থানা আওয়ামী লীগ ও সভাপতি টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ পরিচালনা কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ এডভোকেট মো. জাহাঙ্গীর আলম নবনির্বাচিত মেয়র গাজীপুর সিটি করপোরেশন। ৩৫০ জনকে বয়স্ক ভাতা, ৩৬৭ জনকে প্রতিবন্ধী ভাতা, ১৮ জনকে বেদে দলিত হরিজন ভাতাসহ সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য শহর সমাজসেবা কার্যালয়, টঙ্গীর আওতাধীন নিয়মিত ভাতাভোগির সংখ্যা ১৩,৩২৯ জনসহ গাজীপুর জেলায় মোট ৭৬,৬২৬ জন ভাতাভোগী নিয়মিতভাবে মাসিক ভাতা তাদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রহণ করেন, টাকার অংকে যা প্রায় ৫০ কোটি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. হেলাল উদ্দিন কাউন্সিলর ও সভাপতি, জোন-১। মো. আজিজুর রহমান শিরিষ কাউন্সিলর ও সভাপতি জোন-২, গাজীপুর সিটি করপোরেশন। আ.ফ.ম আমাল উল্লাহ সমাজসেবা অফিসার শহর সমাজসেবা কার্যালয় টঙ্গী গাজীপুর এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মো. নুরুল ইসলাম কাউন্সিলর ৫৬নং ওয়ার্ড গাজীপুর সিটি করপোরেশন। রাখি সরকার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড গাজীপুর সিটি করপোরেশন। রিনা হালিম সংরক্ষিত কাউন্সিলর ৩৪,৩৫,৩৬ নং ওয়ার্ড। নাসির উদ্দিন মোল্লা কাউন্সিলর ৫৪ নং ওয়ার্ড। বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী থানা যুবলীগ। মো. রেজাউর করীম সাধারণ সম্পাদক টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা শেষে ভাতাভোগীদের মাঝে চেক হস্তান্তর করে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।