আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মোঃ জাহাঙ্গীর আলম রবিবার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠাণের প্রধানদের সঙ্গে আলোচনা সভা ও মতবিনিময় করেছেন। টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
সভায় নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম বলেন, শুধুমাত্র নিরাপদ সড়ক নয়, সবকিছুতেই আমরা নিরাপত্তা চাই। আমরা অভিভাবকরা নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি বলেই আজ ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। তাদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন। এখন শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসুক। তৃতীয় পক্ষের দূস্কৃতিকারীদের দ্বারা যেন তারা ব্যবহার না হয়। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ক্যাপ্টিনের মাধ্যমে খরচ দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ঢাকা নিয়ে আন্দোলনে নামানো হচ্ছে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর নজর রাখার কথা বলেন। যেন আর এমন করতে না পারে। তিনি বলেন, আগামী ৫ তারিখ তিনি মেয়র হিসাবে দায়িত্ব নিয়ে সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি সুন্দর নগর গড়েবেন। সেজন্য সকলের সহযোগীতা চান।
আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর উদ্যোগের অংশ হিসাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কাজী আজিম উদ্দিন বিশ^বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশীদ, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, সাহাজউদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনসহ শিক্ষা প্রতিষ্ঠাণগুলোর প্রধানদের পক্ষ থেকে তাদের মতামত জানান। এসময় তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর অঙ্গীকার করেন।
এসময় অন্যান্যের মধ্যে জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসির একান্ত সচিব মোঃ আব্দুল মালেক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. ইলিয়াস হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন খোকন, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, সফিউদ্দিন সরকার একাডেমির অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোঃ নুরুল ইসলাম তিতুমির, কাউন্সিলর মোঃ আব্দুল আলীম, মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ নাসির উদ্দিন মোল্লা, মোঃ শাহ আলম রিপন, মোঃ আবুল হাসেম, মোঃ আমজাদ হোসেন, কেয়া শারমিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।