সিমিন হোসেন রিমি এমপি কাপাসিয়া উপজেলার মাদারাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা শনিবার (২৯ সেপ্টেম্বর) কাপাসিয়ার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রিমি বলেন, বাংলাদেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না, মানুষের উন্নয়ন হয়েছে। আমাদের সরকারের লক্ষ হল মানুষকে দক্ষ করে তোলা, কাজ শেখানো, তাহলে তারা ভাল অবস্থানে যেতে পারবে। এজন্যে প্রতিটি উপজেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করা হচ্ছে। যেখান থেকে মানুষ কাজ শিখতে পারবে। কাপাসিয়ায় যেন কোন মানুষ চিকিৎসার অভাবে মারা না যায় সে জন্যে কাজ করে যাচ্ছি। কাপাসিয়ার সমস্থ মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমূখ।