বাংলাদেশে সবচেয়ে আলোচিত ও সমালোচিত ব্যাক্তির নাম সিফাতউল্লাহ। তাকে ঘিরে যুব সমাজের আগ্রহের কমতি নেই।বিভিন্ন ট্রল পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় সিফাতউল্লাহ। নোংরা কথাবার্তা বলায় তিনি সমালোচিত হলেও যুবসমাজের তাকে ঘিরে আগ্রহের কমতি নেই।
তার কথা ও কাজকর্মকে নিয়ে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী করেছেন গেইম।যা ইতোমধ্যেই গুগল প্লে স্টোরে ‘SefatUllahRunner’ সাড়া ফেলেছে।
এব্যাপারে ডেভেলপারের সাথে কথা বললে তিনি জানান, “এটি আমার অনেকটা শখের বশেই করা।ভাবলাম, লোকটাকে নিয়ে কিছু করি।এর আগেও কয়েকটা গেইম ডেভেলপ করেছি।আমিতো মাত্র শিখছি,ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন,গেইমসটি ডেভেলপ ও গ্রফিক্স নিয়ে কাজ করতে আমার প্রায় ৫০/৬০ ঘন্টা খরচ হয়েছে। মজার ব্যাপার হলো গেইমটি এখন পর্যন্ত বাংলাদেশের গেইমের মধ্যে ট্রেন্ডিং ১ নাম্বারে আছে।