একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ জাহিদ আহসান রাসেলের নৌকা মার্কার সমর্থনে ৪৫নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্র কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা গতকাল রবিবার টঙ্গীর বিসিক শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি, অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বি কম এর সভাপতিত্বে এবং টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রজব আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুস সালাম, সিনিয়র শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মোঃ উসমান আলী, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ কাজী ইলিয়াস আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির আহসান খোকন, এড. হেলাল উদ্দিন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সহ-সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদীন, টঙ্গি পৌরসভার সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বাবু, বাটা সু-শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, রজব আলী ভূঁইয়া, নতুন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, আওয়ামীলীগ নেতা গাজী সালাহ উদ্দিন, গাজী ইকবাল, হাজী শহীদ গাজী, এনায়েত উল্লাহ কাজল, হুমায়ুন কবির রুবেল, জুলহাস খান, আলম গাজী প্রমুখ।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ডের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতিটি ভোট কেন্দ্রের কেন্দ্র কমিটি গঠন করে জাহিদ আহসান রাসেল এমপির সাথে পরিচিতি লাভ করেন।