সাংবাদিক মাসুদা ভাট্টির প্রতি অশালীন মন্তব্যের অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার গাজীপুরে মানহানির মামলা হয়েছে।
মঙ্গলবার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন দৈনিক বঙ্গজননী পত্রিকার সহ-সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার মধ্য নলজানীর বাসিন্দা আতিক মাহমুদ ওরফে শাহ সুলতান আতিক।
![]() |
শাহ সুলতান আতিক |
বাদীপক্ষের আইনজীবী ও গাজীপুর বারের সভাপতি আব্দুর রাজ্জাক জানান, বিচারক মাহবুবা আক্তার মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ব্যারিস্টার মইনুল হোসেন গত ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমগ্র নারী জাতি অপমানিত হয়েছে এবং নারীদের মানহানি হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে তিনি ২০ কোটি টাকার মানহানির এই মামলাটি দায়ের করেছেন বলে মামলার আইনজীবী আব্দুর রাজ্জাক জানান।
একই ঘটনায় রাজশাহী, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, শেরপুর, যশোর, কুমিল্লা, কুড়িগ্রামসহ আরও কয়েকটি জেলায়ও মানহানির মামলা হয়েছে। রংপুরের মামলায় তিনি কারাগারে আছেন।