গাজীপুরে পূর্ব শত্রুতার জের ধরে মোতালেব খান (২৭) নামের এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় তার বাবা মোফাজ্জল হোসেনকেও কুপিয়ে আহত করা হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) সকালে ছোট দেওড়া এলাকায় নিহতের নিজ বাড়ির অদূরে এ ঘটনা ঘটে।
মোতারেব গাজীপুর সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের ছোট দেওড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। সে স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মোতালেব বাড়ির পাশে হাঁটতে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মোতালেকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে তাকে গলাকেটে হত্যা করে হামলাকারীরা। খবর পেয়ে তার বাবা মোফাজ্জল হোসেন ও মা মমতাজ বেগম এগিয়ে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় মোফাজ্জল হোসেনও আহত হয়।
এরপর হামলাকারীরা নিহতের মা মমতাজ বেগমকে হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি আহত স্বামী মোফাজ্জলকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এসআই জহিরুল ইসলাম জানান, নিহত মোতালেব এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, মারামারি, মাদকসহ ১০/১২টি মামলা রয়েছে।
গাজীপুর মেট্রাপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।