গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির পাশে আগামীকাল চালু হতে যাচ্ছে আধুনিক রেলস্টেশন।টেলি কন্ফারেন্সের মাধ্যমে ষ্টেশনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলস্টেশনটি চালুর মাধ্যমে এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিল্পায়ন ও পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে।
কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির জন্য জিওবি’র অর্থায়নে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক রেলস্টেশন নির্মাণ করা হয়েছে। বি ক্লাস এই স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালে। বর্তমানে রেলস্টেশনটির নির্মান কাজ শেষ হয়েছে। স্টেশনটির চালু হলে এলাকাবাসীরও সহজ যাতায়াতের স্বপ্ন পূরণ হবে।
রেলস্টেশনটি চালুর হলে শিল্প উদ্যোক্তাদের পণ্য আনা নেয়ায় খরচ কমবে। পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে জানান ব্যবসায়ী সংঠনের নেতারা। শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগ পরিবেশ সৃষ্টির লক্ষে এই রেলস্টেশনটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে জানালেন জেলা প্রশাসক। দৃষ্টিনন্দন এই রেলস্টেশনের মাধ্যমে হাইটেক সিটির বাণিজ্যিক কার্যক্রমের সাথে সারাদেশের যোগাযোগও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।