এদিন ওয়ানডেতে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতের বিরাট কোহলি। ক্রিকেট বিশ্বের নজর ওদিকেই। মুশফিকুর রহিমও এদিন পৌঁছালেন ১০ হাজারের ঘরে। তবে সেটা এক সংস্করণে নয়। দুটোর তুলনাও আসলে চলে না। তবে বাংলাদেশের বাস্তবতায় মুশফিকের অর্জনও কম না তিন সংস্করণ মিলিয়ে দেশের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে যান তিনি।
অনন্য এই মাইলফকটি ছুঁতে টাইগার মিডল অর্ডার এই ব্যাটসম্যানের প্রয়োজন ছিলো ২৫ রান। যা বুধবার (২৪ অক্টোবর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়েরর বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তুলে নিলেন।
বাংলাদেশ দলের এই তারকা ক্রিকেটার ১২ বছর ক্রিকেটে খেলে তিন ফরমেটে করেছেন ১০ হাজার রান। অথচ তার চেয়ে দুই বছর কম খেলে বুধবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি।
লাল সবুজের হয়ে সর্বোচ্চ সংগ্রাহকের তালিকার শীর্ষে ওপেনার তামিম ইকবাল। তার মোট সংগ্রহ ১১৮৮৪ রান। আর ১০৫৪২ রান নিয়ে দ্বিতীয়স্থান দখলে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে চার নাম্বারে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকের অনেক পেছনে। ২৭৬ টি ম্যাচে ২৮৩টি ইনিংস খেলে তার মোট সংগ্রহ ৬৮৬২।
তার চাইতে ২০৭ রান পেছনে থেকে অর্থাৎ ৬৬৫৫ রান নিয়ে পাঁচ এ মোহাম্মদ আশরাফুল।