বাংলাদেশ ব্যাংক এটিএম কার্ড চিপ ও পিনযুক্ত করার সময় বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আগামী ফেব্রুয়ারির মধ্যে সব কার্ডে নতুন প্রযুক্তি সংযুক্ত করার নির্দেশ দিয়েছে।
এ বিষয়ে নির্দেশনা জারি করে সোমবার সব বাণিজ্যিক ব্যাংকে পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর আর কোনো ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড ইস্যু করতে পারবে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতে নতুন প্রযুক্তি সংযোজনের নির্দেশনা দেয়া হয়েছে।
চিপযুক্ত কার্ডের তথ্য সংরক্ষিত থাকে কম্পিউটার মাইক্রো চিপে। ফলে স্কিমিং ডিভাইস কোনোভাবে এ ধরনের কার্ড থেকে তথ্য চুরি করতে পারে না। কার্ডভিত্তিক সব ধরনের লেনদেনের তথ্য এসএমএসের মাধ্যমে জানাতেও ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।