একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর তালিকায় নেই অনেক হেভিওয়েট মন্ত্রী-এমপির নাম। বাদের তালিকায় আছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় (নেত্রকোনা-২), আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক (ঢাকা-১৩), আবদুর রহমান (ফরিদপুর-১), সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম (মাদারীপুর-৩) এবং দলটির অপর সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক (শরীয়তপুর-১)।
এ ছাড়া বাদ পড়েছেন টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও কক্সবাজার-৪ আসনের সমালোচিত এমপি আবদুর রহমান বদি। গাজীপুর-৩ আসনে বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য রহমত আলী।
এ ছাড়া নাটোর-১ আসনে আবুল কালাম, সিরাজগঞ্জ-৩ গাজী এমএম আমজাদ হোসেন, সিরাজগঞ্জ-৫ আবদুল মজিদ মণ্ডল, যশোর-২ মনিরুল ইসলাম, মাগুড়া-১ টিএম আবদুল ওহাব, খুলনা-২ মিজানুর রহমান, খুলনা-৬ এসকে নজরুল হক, পটুয়াখালী-৩ আ খ ম জাহাঙ্গীর হোসেন, পটুয়াখালী-৪ মাহবুবুর রহমান, টাঙ্গাইল-২ খন্দকার আসাদুজ্জামান, টাঙ্গাইল-৬ আবদুল বাতেন, ঢাকা-১৭ আবুল কালাম আজাদ, নওগাঁ-৫ আবদুল মালেক, নড়াইল-২ এসকে হাফিজুর রহমান, পিরোজপুর-১ একেএমএ আউয়াল, সিলেট-১ আবুল মাল আবদুল মুহিত, জামালপুর-৫ রেজাউল করিম হীরা, কিশোরগঞ্জ-২ সোহরাব উদ্দিন, হবিগঞ্জ-৪ মাহবুব আলী, বাগেরহাট-২ মীর শওকত আলী, নেত্রকোনা-১ ছবি বিশ্বাস, নেত্রকোনা-৩ ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু, শরীয়তপুর-২ কর্নেল (অব.) শওকত আলী, পাবনা-২ খন্দকার আজিজুল হক আরজু, মাগুরা-১ এটিএম আবদুল ওহাব, কিশোরগঞ্জ-২ সোহরাব উদ্দিন।