একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী যা দ্বিতীয় গোপালগঞ্জ বলে খ্যাত গাজীপুর জুড়ে চলছে ভোটের প্রচারণা ও জনসংযোগ। গুরুত্বপূর্ণ এ জেলার ৫ টি আসনটি ধরে রাখতে মরিয়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আশায় গাজীপুরের ৫টি আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৬২ জন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে ২৬ জন।
ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ কারী প্রত্যাশী প্রার্থী মধ্যে অনেকেই বুধবার ইন্টারভিউ বোর্ডে হাজির হয়ে সাক্ষাৎকারও দিয়েছেন।
আসন ভিত্তিক প্রার্থীরা হলেন:
গাজীপুর-১ (কালিয়াকৈর, গাজীপুর সিটির আংশিক): এ আসনে আওয়ামী লীগ ১১ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন দাখিলকারীরা হলেন মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, নূরে আলম সিদ্দিকী, হালিম সরকার, আফজাল হোসেন সরকার রিপন, দেওয়ান মো. ইব্রাহীম, আজম খান ও শাহীন সরকার।
গাজীপুর-২ (গাজীপুর সদর ও টঙ্গী): এই আসনে আওয়ামী লীগের ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের মো. জাহিদ আহসান রাসেল এমপি, অ্যাডভোকেট আজমত উল্লা খান ও মোস্তফা কামাল হুমায়ূন হিমু মনোনয়ন ফরম কিনেছেন।
গাজীপুর-৩ (শ্রীপুর ও আংশিক গাজীপুর সদর): এ আসনে আওয়ামী লীগের ৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলী এমপি, এমপিপুত্র জামিল আহসান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, বুলু খান, এ্যাড.হারিজ উদ্দিন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
গাজীপুর- ৪ (কাপাসিয়া): আওয়ামী লীগ থেকে ৪ জন এ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি এমপি, শিল্পপতি আলম আহমেদ, মোতাহার হোসেন মোল্লা ও হাবিবুর রহমান আকন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গাজীপুর ৫ (কালিগঞ্জ ও গাজীপুর সদর আংশিক): এই আসনে আওয়ামী লীগের ৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আওয়ামী লীগ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, ডাকসু সাবেক ভিপি-জিএম আখতার উজ্জামান ও চিত্রনায়ক ফারুক মনোনয়ন ফরম দাখিল করেছেন।