একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে বঙ্গভবনে পৌঁছেছে কমিশনের প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার পর সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে অপর চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বঙ্গভবনে প্রবেশ করেন।
বিকেল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে তাদের বৈঠক শুরু বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রেস সচিব জয়নাল আবেদীন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের সম্ভাব্য তারিখের প্রস্তাব উপস্থাপন করা হবে।
রাষ্ট্রপতির সঙ্গে আজকের সাক্ষাতের পর আগামী শনিবার কমিশনে আরেকটি সভা হবে। ওই সভায় তফসিল চূড়ান্ত করা হবে। কমিশনের সভায় তফসিল অনুমোদন পেলে তা পরে বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ১৯ নভেম্বর তৎকালীন সিইসির নেতৃত্বে কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তার এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর ভোটের তফসিল ঘোষণা করা হয়।