
রাজধানী ঢাকার গা ঘেঁষে রয়েছে শিল্প শহর গাজীপুর। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় এই গাজীপুর থেকেই। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুজিব নগর সরকারের অন্যতম কাণ্ডারি তাজউদ্দিন অাহমদের জন্ম ধন্য এই গাজীপুর জেলা।
এই জেলাতেই জন্ম নিয়েছেন শহিদ অাহসান উল্লাহ মাস্টারের মত বরেণ্য রাজনৈতিক। অা,ক,ম, মোজাম্মেল হকের মত উজ্জ্বল নক্ষত্র এ জেলাকে করেছেন পরিচিতির সুরভিতে সুরভিত। বহু বরেণ্য মানুষের স্মৃতিধন্য এই শিল্প শহর গাজীপুর।
একাদশ সংসদ নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। গাজীপুর জেলা ভোট যুদ্ধে দ্বিতীয় গোপালগঞ্জ খ্যাত অা.লীগের অপরাজেয় ঘাঁটি।
অাসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব রাজনৈতিক দলগুলো এখন প্রার্থী মনোনয়ন দিতে ব্যস্ত সময় পার করছে। ইতিমধ্যেই গাজীপুরের ৫ টি সংসদীয় অাসনে প্রার্থী চুড়ান্ত করেছে ক্ষমতাসীন অা.লীগ। আজ দিনের মধ্যেই অা.লীগ তাদের চুড়ান্ত প্রার্থীদের চিঠি পাঠানোর পর তালিকা অনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
গণভবনের বিশেষ সূত্রসমূহ এবং মনোনয়ন বোর্ডের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গাজীপুরের ৫ টি সংসদীয় অাসনে এবার অা.লীগের চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন নন্দিত সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিরাই। গাজীপুরের ৫ টি সংসদীয় অাসনেরর মধ্যে গাজীপুর -৩ ( শ্রীপুর) অাসনে এবার প্রার্থী পরিবর্তন ঘটেছে। এছাড়া বাকি ৪ টি অাসনে দলটির প্রার্থিতায় কোন পরিবর্তন অানা হয়নি।
![]() |
ইকবাল হোসেন সবুজ |
অবশ্য সাংসদ রহমত অালীর পুত্র জামিল হাসান দুর্জয় গাজীপুর -৩ অাসন থেকে পিতার উত্তরাধিকার সূত্রে মনোনয়ন চাইলেও তাকে মনোনয়ন দেয়নি মনোনয়ন বোর্ড।
পর্যাপ্ত জনপ্রিয়তা না থাকায়, পিতার হয়ে পুত্র সরকারি সুযোগ সুবিধার অাড়ালে নানা রকম অনিয়ম, দূর্নীতি, জনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এবং তার নানা অপকর্মের অামলনামা প্রধানমন্ত্রীর কাছে জমা থাকায় মনোনয়ন বোর্ড তাকে মনোনয়নের জন্য বিবেচনায় নেয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, বিভিন্ন জনসভা ও প্রচারণায় তিনি ও তার অনুসারিরা ২ মাস অাগে থেকেই মনোনয়ন প্রাপ্তির গুজব ছড়িয়ে মিষ্টি বিতরণ, মাইকিংসহ নানা ধরনের অপপ্রচার চালায়।
এছাড়া পুত্রের মনোনয়নের জন্য সাংসদ রহমত অালী ও তার পরিবারের লোকজন গণভবনে বারবার ধর্ণা দিয়েও পুত্র দুর্জয়ের জন্য সুপারিশ করে ব্যর্থ হয়।
এ ধরনের প্রচেষ্টা এখনো সাংসদ পরিবারের পক্ষ থেকে অব্যাহত রয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।
অা লীগের মনোনয়ন বোর্ডের সূত্র থেকে প্রাপ্ত তথ্যে গাজীপুরের ৫ টি সংসদীয় অাসন থেকে যারা চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে তারা হলেন :
গাজীপুর-১ আ.ক.ম. মোজাম্মেল হক।
গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল।
গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ।
গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি।
গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি।