বিনোদন ডেস্ক : ডিসেম্বরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্যোশাল মিডিয়ায় তারকা বনে যাওয়া আশরাফুল হোসেন আলম ওরফে ‘হিরো আলম’। তার প্রকৃত নাম আশরাফুল আলম সাঈদ। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধিন জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতিকের প্রার্থী হচ্ছেন তিনি। কিনেছেন জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র।
সোমবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার হাতে তা তুলে দেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
কেউ বলেছেন, এমন দিনও দেখতে হচ্ছে এখন। হিরো আলম সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে।
এক ব্যবহারকারী লিখেছেন, গতকাল সারাদিন টং এর দোকানটা বন্ধ ছিলো। পরের দিন শুনলাম দোকানদার চাচা নাকি নমিনেশন ফর্ম কিনতে গেছিলো। দোকানদার চাচা এম.পি হওয়ার আশা করলে, বাংলার হিরো কেন পারবে না?
এদিকে হিরো আলমের মনোনয়ন ফরম সংগ্রহ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম ‘এই সময়’।
প্রতিবেদনে বলা হয়, যার একটা ঘুঁষিতে দশ জন সঙ্গে এক সঙ্গে ঘায়েল হতে পারে, যার দিকে তাকিয়ে সুন্দরীরা দীর্ঘশ্বাস ফেলেন, সেই বগুড়ার হিরো আলম এবার বাংলাদেশের নির্বাচনে অংশ নিচ্ছেন।
পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদেরের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে কেন্দ্রের মনোনয়ন নিয়েছেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়,মনোয়নপত্র সংগ্রহের পর হিরো আলম সাংবাদিকদের বলেন- আমি আগে থেকেই একটু বেশি সাহসী তা তো আপনারা জানেনই। আমার জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই। ইনশাআল্লাহ এখানেও আমি আশাবাদী।