জামাত-শিবির ও হেফাজতের মতো গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে উঠা দলগুলোকে থামাতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস। এ সংক্রান্ত এক প্রস্তাবে, ধর্মভিত্তিক দলগুলোকে, বাংলাদেশের স্থিতিশীলতা ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দেয়া হয়।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বাংলাদেশ বিষয়ে উত্থাপিত প্রস্তাবের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করা হয়, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মদানকে। বলা হয়, ১৯৭১ সালে ২ লাখেরও বেশি নারীর সম্ভ্রমহানির সঙ্গে জড়িত জামায়াতে ইসলামী।
`ধর্মভিত্তিক দলগুলোর তৎপরতা বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি` শিরোনামে প্রস্তাবটি উত্থাপন করেন মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস। এতে ২০১৩-১৪ সালে বিএনপি-জামাতের সহিংসতার কথা উল্লেখ করে, ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।
প্রস্তাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে, কমিশনের অনুরোধে সাড়া দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বলা হয়, জামাত-হেফাজতসহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো বাংলাদেশের স্থিতিশীলতা এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব কট্টরপন্থি দলের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ইউএসএআইডিকে সব ধরনের অংশীদারিত্ব ও অর্থায়ন বন্ধের আহ্বানও জানানো হয়।
কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবে ৮ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয়। এটি পাঠানো হয়েছে মার্কিন হাউজের ফরেন কমিটিতে।
যখন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বন্টনের সময় বিএনপি দল জামাতকে ধানের শীষ প্রতীক বরাদ্ধ করলো। তখন এই বিল অত্যান্ত গুরুত্ব কূটনৈতিক মহল মনে করছেন।