বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির গত শাসনামলে একই সঙ্গে দুটি সরকার চালু ছিল। একটি হল হাওয়া ভবনের সরকার, একটা প্রধানমন্ত্রীর দপ্তর সরকার। তার ফলে বাংলাদেশের সব উন্নয়ন ব্যাহত হত।
শেখ হাসিনা বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর উন্নয়নযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল “সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যা যা পদক্ষেপ নিয়েছিলাম, একে একে সবাই বন্ধ হয়ে গেল। চ্যাম্পিয়ন। “আর কিছুতে চ্যাম্পিয়ন হতে না পারলেও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ।”
শেখ হাসিনা বলেন, সে সময় মানি লন্ডারিং থেকে শুরু করে এতিমের টাকা চুরি পর্যন্ত সব ধরনের অপরাধ করা হয়েছিল। তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য, দেশের মানুষ যখন একটু সুখের মুখ দেখে, তখন কিছু মানুষের মনে অসুখ সৃষ্টি হয়, কীভাবে একটি স্থিতিশীর পরিবেশকে ধ্বংস করবে, সেই চেষ্টাই করে।”
প্রধানমন্ত্রী বলেন, “যে বাংলাদেশের নাম এক সময়ে মানুষ শুনলে বলতো ঝড়, দুর্ভিক্ষ, দুর্নীতির দেশ। আজকে সে দুর্নাম নাই। উন্নয়নের রোল মডেল হিসাবে আমাদেরকে এই সম্মানটা ধরে রাখতে হবে।”
শেখ হাসিনা বলেন, যুব সমাজ যাতে চাকরির অভিশাপ থেকে মুক্তি পায় এবং নিজেদের মেধা-মনন দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে সে উদ্যোগ তার সরকার নিয়েছে । তিনি বলেন, “পরমুখাপেক্ষী হয়ে না, নিজের পায়ে দাঁড়াতে হবে। একজন উদ্যোক্তা এমন কাজ করবে, যাতে সে অন্যদেরকেও চাকরি দিতে পারে। সরকারি, বেসরকারি উদ্যোগে সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।”
২১০০ সালের বাংলাদেশের জন্য যে ‘ডেল্টা প্ল্যান’ নেওয়া হয়েছে সেটার যুব সমাজকে তৈরি হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সেটা বাস্তবায়নের জন্যও আমাদের দক্ষ যুব সমাজ লাগবে।”
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আব্দুল্লাহ স্বাগত বক্তব্য দেন।
‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবার সারাদেশে দিবসটি পালিত হচ্ছে। অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প স্থাপনে ‘দৃষ্টান্তমূলক অবদানের’ স্বীকৃতি হিসেবে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মধ্য থেকে ২২ জন ‘সফল আত্মকর্মী’ এবং পাঁচজন যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।