অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর-৩ আসনটিতে আওয়ামীলীগ থেকে চুড়ান্ত মনোনয়ন পেলেন মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। রবিবার আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কার্যালয় থেকে সাক্ষরিত এক চিঠিতে মনোনয়ন নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন ইকবাল হোসেন সবুজ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাজীপুর-৩ আসনটিতে ব্যাপক উত্তেজনা চলমান রয়েছে।বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগ এর প্রবীণ ও বর্ষীয়ান নেতা এডভোকেট রহমত আলীর ছেলে এডভোকেট জামিল হাসান দুর্জয়ও মনোনয়ন প্রত্যাশী ছিলেন।বাবার স্থলাভিষিক্ত হতে চেয়েছিলেন তিনি।কিন্তু দীর্ঘ ৩০ বছরের ক্ষমতার বেড়াজাল থেকে দলকে বেড় করে নিয়েছেন ইকবাল হোসেন সবুজ শুধুমাত্র তার রাজনৈতিক আদর্শ দ্বারা।
ইকবাল হোসনে সবুজ গাজীপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাজীপুর ৩ আসনটিতে উঠান বৈঠক করে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি।গাজীপুরের বিভিন্ন জায়গায় ৭০০টির অধিক উঠান বৈঠক করে তৃণমূলকে শক্তিশালী করে দলকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছেন তিনি।
ইকবাল হোসেন সবুজ মনোনয়ন পাওয়ার আনন্দে গাজীপুরের শ্রীপুর,মাওনা সহ সর্বত্র নেতাকর্মীদের মিষ্টি বিতরণের করতে দেখা গেছে।ভোটের আগেই যেন জয় ছিনিয়ে এনেছেন এমনটাও বলছেন অনেকে।