আগুনে পুড়ে গেছে মুক্তির অপেক্ষায় থাকা ‘জিরো’ ছবির শুটিং সেট। গতকাল বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে মুম্বাই ফিল্ম সিটিতে এমন ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘জিরো’ ছবির একটি গানের শুটিং চলাকালীন সময়ে হঠাৎ আগুনের সূত্রপাত। সেখানে উপস্থিত ছিলেন ছবির মূল অভিনেতা শাহরুখ খান। সে সময় তিনি পাশে থাকা নিজের ভ্যানিটি ভ্যানে ( বিশেষ ধরনের গাড়ি) অবস্থান করায় প্রাণে বেঁচে যান। শাহরুখের সঙ্গে সেটে অভিনেত্রী আলিয়া ভাটও উপস্থিত ছিলেন। পরবর্তীতে দমকল কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে শুটিংয়ের বেশকিছু সরঞ্জাম পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক দেখা দিয়েছে। মূলত শাহরুখ খান এবং আমির খানের ভক্তদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে।
শাহরুখ ভক্তদের অভিযোগ , ‘জিরো’ ছবিকে ঘিরে সুক্ষ ষড়যন্ত্র চলছে। তাই সেখানে কেউ ইচ্ছাকৃত আগুন ধরিয়ে দিয়েছে। কারণ ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির মুখ থুবড়ে পড়া অনেকে মেনে নিতে পারছেন না। হ্যাশট্যাগ সমেত এসব সমালোচনা ঘুরছে ইন্টারনেটে।
আবার এর পাল্টা জবাব দিয়েছেন আমির ভক্তরা। তাঁদের কেউ কেউ বলছেন, আগুনে পুড়ে যাওয়ার মতো স্পর্শকাতর একটি ঘটনা নিয়ে ভিত্তিহীন সস্তা প্রচার না করলেও চলতো। ‘জিরো’ ছবির প্রচারের জন্য মার্কেটিং এক্সপার্ট রয়েছেন, দয়া করে তাঁদেরকে কাজটি করতে দিন।
তবে ‘জিরো’ নিয়ে আমির ও শাহরুখ ভক্তদের মধ্যে যতই কাদা ছোঁড়াছুঁড়ি হোক না কেন, ছবিটি কিন্তু ইতিমধ্যে দিয়েছে সফলতার ইংগিত। কারণ ট্রেলার প্রকাশের চার দিনের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ভিউজ অর্জন করার পাশপাশি এ পর্যন্ত প্রায় ১০ কোটি দর্শক দেখেছে। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ মুক্তি পাবে চলতি বছরের ২১ ডিসেম্বর।