তুরাগের যাত্রীদের পাসে থেকে এবং পুনরায় তা চালু করায় গাজীপুর ২ নং আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তুরাগ ট্রেন প্যাসেঞ্জার কমিউনিটি।
এর আগে গাজীপুর-ঢাকা রুটের তুরাগ ট্রেন বাতিল করায় চরম ক্ষুব্ধ ও হতাশ গাজীপুরের মানুষ। প্রতিদিন সকালে গাজীপুর থেকে এই ট্রেনে ঢাকায় গিয়ে বিকেলে ফিরত প্রায় দুই হাজারের বেশি যাত্রী।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী ও কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বল্প সময় ও কম খরচে ঢাকায় যাতায়াতের কথা চিন্তা করে রেলপথ বিভাগ তুরাগ ট্রেনটি চালু করে। চাকুরিজীবীসহ নানা পেশার মানুষ সকালে গাজীপুর থেকে ঢাকা গিয়ে সন্ধ্যার আগেই গাজীপুর ফিরে আসতে পারতেন। মাত্র ২০ টাকা ভাড়ায় এক ঘণ্টা ২০ মিনিটে গাজীপুর-টু-কমলাপুর যাতায়াত করতে পারার কারণে অল্প দিনেই এ রুটে জনপ্রিয় হয়ে ওঠে তুরাগ। কিন্তু টাঙ্গাইল কমিউটার চালুর কারণে হঠাৎ করেই ট্রেনটি বন্ধ করে দেয় রেলপথ বিভাগ। এতে যাত্রীদের সাথে চরম ক্ষুব্ধ হয় গাজীপুরের সাধারণ মানুষও।
ট্রেন বাতিলের খবর জানতে পেরে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ঢাকায় গিয়ে গত বুধ ও বৃহস্পতিবার রেলমন্ত্রীর সাথে দেখা করেন।
তিনি গাজীপুরের মানুষের হতাশার কথা তুলে ধরে ট্রেনটি চালু রাখার অনুরোধ জানান। তারই প্রেক্ষিতে জয়দেবপুর থেকে তুরাগ ট্রেন পুনরায় চালু করা হয়েছে।