আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতারণার মাধ্যমে সংসদ সদস্য প্রার্থীদের কাছ থেকে বড় ধরনের চাঁদা আদায়ের চেষ্টা কালে সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি থেকে মাহবুবুর রহমান নামের সেই ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করা হয়।
ভুয়া সেনা কর্মকর্তা আটকের বিষয়ে র্যাব-২ এর মেজর রুহুল আমিন বলেন, ‘নিজেকে সেনাবাহিনীর কর্নেল পরিচয় দিয়ে আওয়ামী লীগসহ নির্বাচনে অংশগ্রহণ করা বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থীর কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন সেই ব্যক্তি।’
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের কাছে তিনজন প্রার্থী এমন অভিযোগ করলে বিষয়টির তদন্ত করে অভিযুক্ত মাহবুবুরকে গ্রেফতার করা হয়। তবে কারো কাছ থেকে তিনি টাকা নিয়েছেন কি না তার ট্রানজেকশনের কোনো রেকর্ড এখন পর্যন্ত পাওয়া যায়নি।’
উল্লেখ্য, এ ঘটনার তদন্ত এখনো অব্যাহত আছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে র্যাব।