গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির পক্ষে নৌকার সমর্থকরা নৌকার মিছিল করেছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকালে ৪টায় গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে একযুগে ১২৭টি ভোট কেন্দ্রে মিছিল করেন নেতাকর্মীরা।
একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী চুমকি।
একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী চুমকি।
নৌকা সমর্থকদের শ্লোগানে ছিল নৌকা, নৌকা আর চুমকি আপা, চুমকি আপা। সাথে মাইকে বাজছে ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’ ‘শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন’। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের ১৯৮ নম্বর আসনটিকে ধরা হয়ে থাকে গাজীপুর-৫ আসন। কালীগঞ্জ পৌরসভা, উপজেলার ৭টি ও গাজীপুর সদর উপজেলার ১টি (বাড়িয়া) ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯, ৪০, ৪১, ৪২ এই ৪টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসন। এ আসনে হালনাগাদ ভোটার সংখ্যা ৩০২৪৭৬ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১৪৯৪১৯ জন ও পুরুষ ১৫৩০৫৭ জন। পুরুষ ৫০.৬% ও নারী ৪৯.৪%।
এ আসনে মোট ভোটার এলাকার সংখ্যা ২৮৫টি। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ১৯৯টি ও গাজীপুর সদরে ৮৬টি। মোট কেন্দ্রের সংখ্যা ১২৭টি। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৯০টি ও গাজীপুর সদরে ৩৭টি। বুথের সংখ্যা ৫৭৮টি। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৪২৪টি ও গাজীপুর সদরে ১৫৪টি।