গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ও তার পরিবারকে ‘টার্গেট অ্যাকশনের’ হুমকি দিয়ে উড়োচিঠি পাঠিয়েছে দুবৃর্ত্তরা। গত বৃহস্পতিবার ডাকযোগে চিঠিটি দেওয়া হয়। গতকাল শনিবার বিকেলে চিঠিটির বিষয়ে নিশ্চিত করেন তিনি।
হুমায়ুন কবির জানান, হুমকির চিঠিতে তাকে বলা হয়েছে, ‘শতভাগ নিরপেক্ষ হয়ে যান। আপনার সকল কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এবার কৌশল পরিবর্তন করা হয়েছে। আপনারাই টার্গেট। আগামী তিন দিনের মধ্যে শতভাগ নিরপেক্ষতা প্রমাণ করতে না পারলে অ্যাকশন।’
এ ছাড়া চিঠিতে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, স্থাবর-অস্থাবর সব স্বার্থের ওপর চরমভাবে আঘাত করার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান ডিসি।
গাজীপুরের জেলা প্রশাসক জানান, চিঠি পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক গাজীপুর মহানগর পুলিশসহ সব আইনশৃংখলা বাহিনীকে একটি চিঠি দিয়েছেন তিনি।
আমাদের সময়কে হুমায়ুন কবির বলেন, , ‘এ রকম বেনামি চিঠিতে আমরা মোটেই ভীত নই। এটি ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে।’ তিনি আশ্বস্ত করে বলেন, ‘একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও আইনানুগ নির্বাচন আয়োজনে গাজীপুর জেলা প্রশাসন সব আয়োজন করবে, যাতে ভোটারগণ নির্বিঘ্নে ভোট দিতে পারেন।’
এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুন নাহার সিদ্দিকা, বরগুনার ডিসি মো. কবির মাহমুদ ও মাদারীপুরে ডিসি মো. ওয়াহিদুল ইসলাম বরাবর চিঠি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। প্রতিটি চিঠিতেই ডিসি ও তাদের পরিবারের ক্ষতি করার ইঙ্গিত দিয়ে হুমকি দেওয়া হয়েছে।