জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ আহসান রাসেল গতকাল দুপুরের পর থেকে গাজীপুর সদরের থানা কাউন্সিলের ডুয়েট গেট থেকে পথসভার মধ্যদিয়ে গণসংযোগ শুরু করেন। পরে তিনি রাত পর্যন্ত বিআইডিসি, শিমুলতলী, চত্বরবাজার, ভানুয়া, চাপুলিয়া, ভুরুলিয়াসহ বিভিন্ন স্পটে পথসভা ও গণসংযোগ করেন।
এসময় তিনি উন্নয়নের ধারা বজায় রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আবারো উন্নয়নের মার্কা নৌকায় ভোট চান।
সবগুলো স্পটেই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। আর এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে প্রার্থী জাহিদ আহসান রাসেল ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বেশ উৎফুল্ল এবং তারা আরো উজ্জীবিত হচ্ছেন। এসব পথসভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দও বক্তব্য রেখে নৌকায় ভোট চেয়েছেন।
গণসংযোগে রাসেল তার নির্বাচনী এলাকার উন্নয়নের ফিরিস্তিু তুলে ধরেন। তিনি গাজীপুরকে আধুনিক শহরে পরিণত করতেই কাজ করে যাচ্ছেন। এর চলমান প্রকল্প সমাপ্ত করতেই এবারো তাকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
এসময় তার সঙ্গে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ গ্রহণ করেন।