একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় শ্রীপুরের সর্বত্র এখন চলছে নৌকা’র জয়ধ্বণি। গাজীপুরের শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, মির্জাপুর ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর ৩ আসন।
এখানে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৭২০জন। ১৯৯১ সাল থেকে একাধারে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হয়ে আসছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট রহমত আলী। গাজীপুর-৩ আসনকে বলা হয় দ্বিতীয় গোপালগঞ্জ নামে।
প্রথমবারের মত দলীয় মনোনয়ন পেয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ।
প্রচারের শুরুতেই ব্যাপক সারা ফেলেছেন এবং তিনি যেখানেই যাচ্ছেন সাথে যোগ হচ্ছে হাজার হাজার নেতা কর্মী ও সমর্থক। তাকে এক নজর দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে আসছেন আবাল, বৃদ্ধ, নারীরাও। তাঁর পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।
নতুন প্রার্থী পেয়ে নতুনভাবে উজ্জীবিত হয়ে উঠছে এই আসনের আওয়ামীলীগের কর্মীরা। যেখানেই যাচ্ছেন লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে তার প্রত্যেকটা জনসভা। মানবিক শ্রীপুর এবং আধুনিক উপশহর গড়ার লক্ষ্যে কাজ করার আশ্বাস দিয়ে নির্বাচনীয় প্রচার করে যাচ্ছেন ইকবাল হোসেন সবুজ।
স্থানীয় দলীয় নেতাকর্মী বা সাধারণ ভোটার কেউই ঘরে বসে নেই। ছোট বড় নারী পুরুষ সবাই অত্যন্ত উৎসবমূখর পরিবেশে তারা মাঠে নেমেছেন। খোল-করতাল, বাদ্য-বাজনা নিয়ে নেচে গেয়ে নৌকা’র প্রচারণায় তারা মেতেছেন।
নৌকা’র ব্যানার আর পোস্টারে ছেঁয়ে গেছে চারিদিক। প্রতিটি ইউনিয়নেই নৌকা’র সমর্থক ও ভোটারদের মাঝে বিরাজ করছে প্রতিযোগিতামূলক প্রচার-প্রচারণা। নির্বাচণী প্রচারণা যেন পরিণত হয়েছে উৎসবে।
‘জয় বাংলা – জয় বঙ্গবন্ধু’, ‘জয় বাংলা – জিতবে আবার নৌকা’, ‘শেখ হাসিনার সরকার – বার বার দরকার’ স্লোগানসহ নৌকার জয়গানে এখন মুখরিত গাজীপুর ৩ আসনের প্রতিটি পাড়া মহল্লা। সেই সঙ্গে জনসভা-পথসভায় ,উঠান বৈঠকে যোগ দিয়েছেন আওয়ামী লীগের উর্দ্ধতণ নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।এলাকার সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেতাকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে বিজয়ী করতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন।
তারা জাতির পিতার আদর্শকে বাস্তবায়নসহ শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আওয়ামী লীগের এ দুর্ভেদ্য ঘাঁটি থেকে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন এবং টানা তিনবার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে প্রত্যাশা সবার।