আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গাজীপুরে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, গাজীপুর-১ আসনে জাতীয় পার্টির মো. শরীফুল ইসলাম, গণফোরামের মো. রফিকুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আব্দুল মজিদ।
গাজীপুর-২ আসনে জাতীয় পার্টির মাহবুবুল আলম ও জয়নাল আবেদীন। গাজীপুর-৩ আসনে বাসদের জহিরুল ইসলাম মন্ডল বাচ্চু ও গাজীপুর- ৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলদেশের মো. আল আমিন দেওয়ান।
গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন গাজীপুরের ৫টি আসনে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।