গাজীপুরের বিভিন্ন সড়কে টহল দিতে শুরু করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আজ সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে তাদের টহল দিতে দেখা যায়।
গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে গাজীপুরে ১৮ বেঙ্গলের ৫৭০ জন সেনা সদস্য মোতায়েন হয়েছে। ব্রিগেডিয়ার জাহিদের নেতৃত্বে সেনা সদস্যরা নগরীর টিএনটি স্টাফ কলেজ এলাকায় তাদের ক্যাম্প স্থাপন করেছেন।
মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ১৩ প্লাটুনের ৩২৫ জন সদস্য গাজীপুরে অবস্থান করছেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় বিজিবি সদস্যরা অবস্থান করে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ ছাড়া নির্বাচন উপলক্ষ্যে পর্যাপ্ত পুলিশ, র্যাব সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন।