গাজীপুরের কালীগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ে গাজীপুর-৫ আসনের ৯০টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় ৯৫ জন প্রিজাইডিং অফিসার, ৪৪৪ জন সহকারী প্রিজাইডিং ও ৮৮৮ জন পোলিং অফিসার অংশ গ্রহণ করেন।
কালীগঞ্জ ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের ডিসি ও রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত এসপি গোলাম সবুর প্রমুখ।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সহযোগিতায় কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, গাজীপুর জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর, মৎস্য অফিসার মো. লতিফুর রহমান ও কৃষি অফিসার আবু নাদির সিদ্দিকীসহ ১৬ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন। এ প্রশিক্ষন মঙ্গলবার শেষ হবে।