গাজীপুর ২ আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. জাহিদ আহসান রাসেলের পক্ষে শনিবার রাতে টঙ্গীতে ওর্য়াড কাউন্সিলর কার্যালয়ের সামনে নারীদের উঠান বৈঠক হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে জাহিদ আহসান রাসেলের স্ত্রী খাদিজা রাসেল বক্তব্য রাখেন।
ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর স্ত্রী শাহীনুর ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুন্নাহার ভূঁইয়া, নূরুল ইসলাম নূরু, পলাশ মাহমুদ, হ্যাপী আক্তার, মনি আক্তার, পারভীন আক্তার, সানজিদা আক্তার শিল্পীসহ প্রমুখ।
এসময় খাদিজা রাসেল বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টারের অসমাপ্ত কাজ এবং এমপি রাসেলের চলমান উন্নয়ন মূলক কর্মকাণ্ড বন্ধ হওয়া যাবে না। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গাজীপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় আপনাদের ভোট প্রার্থনা করি।
তিনি বলেন, ‘আগামী প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধিশালী ডিজিটাল বাংলাদেশ উপহার দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে যদি আপনারা স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধ না থাকেন তাহলে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে এ দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠবে।’
এর আগে তিনি নির্বাচলী এলাকার ভূরুলিয়ায়ও উঠান বৈঠকে স্বামী জাহিদ আহসান রাসেলের পক্ষে নৌকা মার্কায় ভোট চান।