মুক্তিযুদ্ধ ও ধর্ম মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোটদিন তাহলে আগামী পাঁচ বছরে আর কোন মানুষ গরীব থাকবে না।প্রতিটি গৃহহীন মানুষকে বাড়ী করে দেওয়া হবে এবং ঘরে ঘরে রাস্তা পৌছে দেওয়া হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী পাঁচ বছরে কোন মানুষ গরীব থাকবে না। যারা গৃহহীন তাদের বাড়ী করে দেওয়া হবে। বস্তি বাসিদের জন্য ফ্ল্যাট নির্মান করে দেওয়া হবে। আওয়ামী লীগ তৃতীয়বার সরকার গঠন করে তিন কোটি গরীর মানুষকে স্বাস্থ্যসেবা কার্ড দিবে। বাংলাদেশের যে কোন সরকারী হাসপাতালে বিনা টাকায় সকল রোগের চিকিৎসা ও ঔষধ নিতে পারবে। কোন গরীব মানুষকে বিনা চিকিৎসায় আর মরতে হবে না।
মন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে চাবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গাজীপুর-১ আসনের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন। মুক্তিযুদ্ধ ও ধর্ম মন্ত্রী এ্যাড.আ.ক.ম মোজাম্মেল হক এমপি নৌকা প্রতিকে সকলকে ভোট দেওয়ার আহবান জানান। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরেকবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তাই সারাদেশের মত কালিয়াকৈরে আওয়ামীলীগের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় অর্জন করতে হবে ।
গাজীপুর-১ আসন নির্বাচনী এলাকার কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নৌকার নির্বাচনী জনসভায় বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাদত হোসেনের সভাপতিত্বে বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. ফরিদ আহম্মেদ এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার, সাধারন সম্পাদক মুরাদ কবীর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ, অধ্যাপক নুরমোহাম্মদ, মাসুদ কবীর, আইয়ুব আলী মেম্বার, আমিরুল ইসলাম লিংকন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিউদ্দিন সরকার, সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবু প্রমুখ।