গাজীপুর-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকীর পক্ষে শ্রীপুরে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীপুর পৌর এলাকার মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক পীরজাদা এস এম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ফরিদা জাহান স্বপ্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ শহীদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব প্রমুখ।
কর্মী সভায় ইকবাল সিদ্দিকী ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দল মতের উর্দ্ধে উঠে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামার আহ্বান জানান।