গাজীপুর ৪ (কাপাসিয়) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির নির্বাচনী শেষ জনসভা ২৭ ডিসেম্বর বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার চারদিক থেকে মানুষের ঢল নামে জনসুমুদ্রে রুপনেয়। প্রধান অতিথি ছিলেন আ’লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি। বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।
রিমি বলেন, আমি আপনাদেও সাথে নিরবিচ্ছন্ন ভাবে পরিবারের সদস্য হিসেবে যে সুযোগ করে দিয়ে ছিলেন আমি এক মুহুর্তের জন্য সে সুযোগে কোন রকম যেন অনায্য কিছু না থাকে কোন বেঘাত না ঘটে আমি সেই চেষ্ঠা করেছি। আমি সর্বক্ষন আপনাদের সাথে থেকেছি। কোন মানুষ যেন কষ্ট না পাই আমরা সেই চেষ্ঠা করেছি। চিকিৎসা সেবায় সারা বাংলাদেশে কাপাসিয়ার অবস্থান দিত্বীয়। আমরা সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি।
তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই স্বপ্ন স্পর্শ করেছি। কাপাসিয়া তাজউদ্দনী আহমদেও স্বপ্ননিয়ে চলেগেছছেন আমরা তা বাস্তবায়ন করব। কাপাসিয়া হবে উন্নয়ন, নৈতিক ও মানবিক গুনাবলীর, উন্নত কাপাসিয়া । কাপাসিয়াকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।
সোহেল তাজ বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে সোনার বাংলার স্বপ্ন দেখিছেন, আমরা তা বাস্তবায়ন করব। কাপাসিয়াতে আমার বোন স্বাস্থ্য, চিকিৎসা সহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন। আপনারা আগামীতে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের সাথে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, তাজউদ্দীন আহমদেও বড় মেয়ে শারমিন আহমদ রিপি, মাহজাবিন আহমদ মিমি, রিমির স্বামী মোস্তাক হোসেন, ছেলে রাজীব হোসেন , রাকিব হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, কৃষকলীগের সভাপতি মোতার হোসেন মোল্লা, উপজেলা আ’লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা আ’লীগের সহ সভাপতি আমানত হোসেন খান, রেজাউর রহমান লস্কর মিঠু, মাহিন আকবর মুঞ্জু, আসাদুজ্জামান আসাদ, মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, সাখাওয়াত হোসেন , আব্দুর রউফ, আব্দুল কাইয়ুম প্রমূখ।