গাজীপুর ২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল এমপি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গাসিক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে ফের নৌকা মার্কায় ভোট চাইলেন।
বুধবার নির্বাচনী এলাকার সিটি কর্পোরেশনের গাজীপুরা, সাতাইশ, এরশাদ নগর, আউচপাড়া, দেওড়া,বনমালা, হাউজ বিল্ডিং এবং হিমারদিঘী এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মানবিক এর প্রতিষ্ঠাতা ও হক গ্রুপের এমডি আদম তমিজী হক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগ, যুবলীগসহ সকল স্তরের নেতাকমীরা।
গণসংযোগ ও পথসভায় রাত অবদি নারীসহ সকল শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় নৌকার প্রার্থী রাসেল তার নির্বাচনী এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং
উন্নয়নের মার্কা নৌকায় আবারও ভোট দেয়ার আহবান জানান।