একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তার সাথে যোগ দিয়েছেন ভাগ্নে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির ছেলে রাজীব।
সোহেল তাজ সোমবার (২৪ ডিসেম্বর) বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বারিয়াব, ঘাঘটিয়ার চালাসহ বিভিন্ন স্থানে আটটি পথসভা করেন।
এ সময় তার সাথে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উস্থিত ছিলেন।
পথসভায় নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে তিনি বলেন, এ সরকার শিক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন। এ ধারা অব্যাহত রাখতে এবার নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রুপকার। সেই ধারাবাহিকতায় রিমি কাপাসিয়াকে একটি মডেল উপজেলায় রুপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এটা পূরণ করতে নৌকার কোন বিকল্প নাই। তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানাই।
নৌকা মার্কার পক্ষে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথ সভা করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। তিনি উপজেলার পাপলা, চামুরকি, কোট বাজালিয়া, ভাকুয়াদী এলাকার বিপুল সংখ্যক নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন।
এ দিকে আজ আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির ছেলে রাজিব উপজেলার কড়িহাতা, আনজাব, রামপুরসহ বিভিন্ন স্থানে উপজেলার আওয়ামী দলীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা করেছেন।