আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে রোববার রাত ১২টা পর্যন্ত স্টিকারবাহী মোটরসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নিষেধাজ্ঞায় রয়েছে- বেবি টেক্সি/অটোরিকশা/ইজিবাইত, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পোসহ স্থানীয় যন্ত্রচালিত যানবাহন।
এদিকে শুক্রবার দিবাগত মধ্যরাত (রাত ১২টা) থেকে ১ জানুয়ারি দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত মোট চার দিন সারাদেশে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা রয়েছে।
জানা গেছে, যান চলাচলের নিষেধাজ্ঞার সময় রিটার্রিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহনে নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এছাড়া মহাসড়ক, বন্দর ও জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিবৃতি দিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার সংস্থার ওয়েবসাইটে ও সামাজিক মাধ্যম টুইটার এ বিবৃতি প্রকাশ করেন।
বিবৃতিতে বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার জন্য নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে সংঘাতহীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সব নাগরিক, সংখ্যালঘু ও নারীসহ সবাই যেন নিরাপত্তা পায় ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটি নিশ্চিত করতে হবে।
এছাড়া সুশীল সমাজ ও নির্বাচন পর্যবেক্ষকরা যাতে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সহায়তা করতে হবে। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র ও শান্তির প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে দেশের ৬টি আসনে অনুশীলনমূলক ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। ব্যালট পেপারের পরিবর্তে পরীক্ষামূলক ইভিএম ব্যবহারের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন এই আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষামূলক ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইভিএম এর মাধ্যমে ঢাকা-৬ ও ১৩ আসন, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এই ৬টি আসনে ভোটার ২১ লাখ ২৪ হাজার ৫শ’ ৫৪ জন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৯৯ আসনের মধ্যে ঢাকার ২টিসহ ৬টি আসনে ইভিএম ব্যবহার করবে ইসি।