ডেস্ক : আর মাত্র দুদিন পরেই প্রতীক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আগামীকাল শুক্রবার সকাল ৮টায় শেষ হবে প্রার্থীদের নির্বাচনী প্রচার।
ভোটকেন্দ্রে ভোটাররা কোনও ধরনের দাহ্য পদার্থ, ম্যাচ, লাইটার, ধারালো বস্তু, ব্যাগ বহন, মোবাইল ফোন নিতে পারবেন না। শুধু ভোটারের স্লিপ নিয়ে তারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে।
সেলফি নিষিদ্ধ : সামাজিক মাধ্যমের দিকে ঝুঁকে আছে এই প্রজন্ম। নিজের যে কোনো কাজকেই সোশ্যাল মিডিয়া শেয়ার করতে সিদ্ধহস্ত অনেকেই। সেদিকে লক্ষ্য রেখেছেন নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রের ভেতরের কোনো ছবি, ব্যালটের ছবি বা সেলফি তোলা একেবারে নিষিদ্ধ।
চেক-ইন নিষিদ্ধ : ভোটকেন্দ্রের ভেতরে বা কেন্দ্রে দাঁড়িয়ে চেক-ইন দেয়াও নিষেধ৷ তবে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে এসে নিশ্চিন্তে চেক-ইন দিতে ও সেলফি তুলতে পারবেন৷