গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছেন র্যাব সদস্যরা। সোমবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টাঙ্গাইল সদরের কান্দাপাড়া এলাকার মো. আলমগীর হোসেন (২৭), শরীয়তপুর সদরের চরকরপুর এলাকার মো. জাহিদুল ইসলাম (২৩), সুনামগঞ্জের জামালগঞ্জ থানা চাঁনপুর এলাকার মো. সাদ্দাম হোসেন (২৫), গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর নোয়াগাঁও এলাকার মো. নাজমুল ইসলাম (২১) ও আমতলী এলাকার মো. ওমর আলী (৩০)।
র্যাব-১ জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চত্বর এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ওই কোম্পানির কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই পাঁচ ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি মোটরসাইকেল, একটি চাপাতি, তিনটি চাকু উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন স্থানে সাধারণ পথচারী, বাসযাত্রী ও মোটরসাইকেল আরোহীদের মারধর এবং ভয়ভীতি দেখিয়ে মোবাইলফোন, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার ইত্যাদি ডাকাতি করে আসছিল।