দায়িত্ব নেয়ার পরই ভূমি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন নতুন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আজ সরেজমিনে দেখা গেছে, পুরো ভূমি মন্ত্রণালয়কে সিসিটিভির আওতার আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় অডিও রেকর্ডিং সিস্টেম রাখা হচ্ছে। সেখানকার সকল কথোপকথন রেকর্ড করার ব্যবস্থা করা হয়েছে। ভূমিমন্ত্রী জাবেদ বলেছেন যে, মন্ত্রণালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এবং দুর্নীতির ব্যাপারে শুন্য সহিষ্ণুতা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশের যে কয়টি মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বেশি উঠেছে তার মধ্যে অন্যতম ভূমি মন্ত্রণালয়। এর আগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই মন্ত্রণালয়ের কোথায় কোথায় দুর্নীতি হয় এবং কোথায় কী ধরনের ক্ষত রয়েছে তার সুনির্দিষ্ট অভিজ্ঞতা তার হয়েছে। এই অভিজ্ঞতার আলোকেই তিনি ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধের জন্য এই পদক্ষেপ নিয়েছেন। আলাপকালে তিনি বলেন, দেশের সকল ভূমি অফিস পর্যায়ক্রমে সিসিটিভির আওতায় আনা হবে এবং সেটাকে কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন দুর্নীতি বন্ধের জন্য। এজন্যই তিনি ভূমি মন্ত্রণালয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি বন্ধে যা যা করার, সবই তিনি করবেন।