নতুন বছরে নতুন বই হাতে পেয়ে খুশী হলো গাজীপুরের শিক্ষার্থীরা । শিক্ষার্থীদের খুশীতে অভিভাবকরাও ছিলেন মহানন্দে । সকালে স্কুল আঙ্গিনা হয়ে উঠে আনন্দে পরিপূর্ণ । বই পাওয়ার মহোৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে বই নিয়ে উল্লাস করতে করতে কাটিয়ে দেয় বছরের প্রথমদিনের সকাল ।
সারাদেশের ন্যায় গাজীপুরেও বই উৎসবের অপেক্ষায় ছিলো শিক্ষার্থীরা। জেলার পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন গাজীপুর সিটির মাননীয় মেয়র আলহাজ্ব এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম ।
জেলার ৭৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কিন্ডারগার্টেনগুলোর প্রায় ৫ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামুল্যের ২৬ লাখ ৫০ হাজার ৯১২টি বই এদিন বিতরন করা হয় । মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও পান বিনামূল্যের বই ।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান জানান, সুষ্ঠুভাবে বই বিতরণ হচ্ছে।
সদর উপজেলার ৩নং ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে এসেছেন মহিলা অভিভাবকরা। তাদের মধ্যেও বিরাজ করে আনন্দ ।